এশিয়া কাপের মঞ্চে ভারতের অন্যতম বড় শক্তি হয়ে উঠেছেন অভিষেক শর্মা। পাওয়ারপ্লেতে তার সাহসী ব্যাটিং ভারতকে এমন এক গতি এনে দিয়েছে, যা মিডল অর্ডারের খোলসে ঢেকে থাকা ব্যর্থতাকে পুষিয়ে দিচ্ছে। মাত্র ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার টানা তিন ম্যাচে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে হাফসেঞ্চুরি করে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন। এর আগে তিন ম্যাচে টানা ত্রিশের ঘরে রান করেও স্থিতিশীলতা দেখিয়েছিলেন তিনি। অন্যদিকে পাকিস্তানের পেস তারকা শাহীন শাহ আফ্রিদিও ২৫ বছরের, তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অনেক পরিণত। টুর্নামেন্টে সব দলের বিপক্ষেই সফল হলেও ভারতের বিপক্ষে তার রেকর্ড হতাশাজনক—৫.৫ ওভারে ৬৩ রান খরচ, কোনো উইকেট নেই। অথচ পাকিস্তানের শেষ দুই ম্যাচে মোট ৬ উইকেট নিয়ে পুরনো আগ্রাসী রূপে ফিরেছেন তিনি। ভারত-পাকিস্তান লড়াইয়ে শাহীন-অভিষেক দ্বৈরথ এখন আলোচনার কেন্দ্রে। প্রথম দেখায় (১৪ সেপ্টেম্বর)...