ভারতের ওপেনার অভিষেক শর্মা আছেন দারুণ ফর্মে। এবার টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ৬ ম্যাচে অভিষেক করেছেন ৩০৯ রান। যা এবারের আসরে সর্বোচ্চ রান তো বটেই এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের ইতিহাসেও সর্বোচ্চ। এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ রানের মাইলফলকও অভিষেকের। অভিষেক পেছনে ফেলেছেন মোহাম্মদ রিজওয়ান (২৮১) ও বিরাট কোহলিকে (২৭৬)। ২০২২ আসরে তারা দুজন এই রান করেছিল। এবার এশিয়া কাপে অভিষেকের গড় ৫১.৫০, স্ট্রাইকরেট ২০৪.৬৩। ফিফটি করেছেন ৩টি। চার মারেন ৩১টি, ছক্কা ১৯টি। অভিষেকই সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন। আজ কত রান করবেন অভিষেক? যাই করুক, আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক যে তিনিই থাকছেন তা বলাই যায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ রান শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কার। আর কেউ ২০০ রান করতে পারেননি। অভিষেকের সামনে আছে বেশ কিছু রেকর্ড ভাঙার সুযোগ। আজ আরেকটি...