মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক পরিবারের দুইজন নিহত ও একজন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার,(২৭ সেপ্টেম্বর ২০২৫) ভোরে রাত ৩টার দিকে পুত্র রেদোয়ান (২০) ও ভোর সাড়ে ৬টার দিকে পিতা বশির মিয়া (৫০) ঢাকার জাতীয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত ফারজানা আক্তার পারভীন বর্তমানে ঢাকার বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের শাসন ইলাম পাড়ায়। জানা যায়, পাইপলাইন থেকে বের হওয়া কনডেনসেট জৈতাছড়া পানিতে মিশে যায়। পরে পানির ওপর ভাসমান তেল থেকে আগুন ধরে গিয়ে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হন। শেভরন বাংলাদেশের মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, “দুর্বৃত্তরা পাইপলাইনের ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালায়। এতে তেল...