ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডে (বিসিসিআই) এলো বড় পরিবর্তন। রবিবার (২৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে বোর্ডের ৩৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন দিল্লি অধিনায়ক মিথুন মানহাস। তিনি দায়িত্ব নিচ্ছেন রজার বিনির স্থলাভিষিক্ত হয়ে, যিনি বয়সসীমার কারণে গত মাসে অবসর নিয়েছিলেন। দেশীয় ক্রিকেটের তারকা, বোর্ডের নতুন নেতা:৪৫ বছর বয়সী মিথুন মানহাস একসময় ছিলেন দেশীয় ক্রিকেটের রানমেশিন। ১৫৭ ফার্স্ট ক্লাস ম্যাচে তার সংগ্রহ ৯ হাজার ৭১৪ রান, সঙ্গে ২৭টি সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩০ ম্যাচ আর আইপিএলে খেলেছেন ৫৫টি ম্যাচ। ২০১৭ সালে অবসরের আগে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ছিলেন এক নির্ভরযোগ্য নাম। আজ সেই অভিজ্ঞ ক্রিকেটার দায়িত্ব নিয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ক্রিকেট বোর্ডের শীর্ষপদে।আরো পড়ুন:সুপার ফোরে একাধিক বাড়তি ‘সুবিধা’ পাবে ভারতবড় জয়ে শুরু ভারতের এজিএমে আরও যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে:রাজীব শুক্লা...