গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। হাজি সেলিম প্রথমবার ঢাকা-৮ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী প্রয়াত নাসির উদ্দিন আহমেদের (পিন্টু) কাছে তিনি পরাজিত হন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন হাজি সেলিম। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন তিনি। তবে দুর্নীতির মামলায় ১০ বছরের সাজা হওয়ায় তাঁর সংসদ সদস্য পদ নিয়ে...