উত্তরার টিকেও বক্সিং একাডেমিতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‘রাইজ অব ওয়ারিয়র্স’। দীর্ঘ অপেক্ষার পর ঢাকার বক্সিংপ্রেমীরা উপভোগ করলেন ভিন্নধর্মী ও রোমাঞ্চকর ফাইট নাইট। গত মাসে একই ভেন্যুতে ‘টিকেও রাইজিং স্টারস’ আয়োজনের পর ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হয় ১টি অ্যামেচার ও ৫টি প্রফেশনাল লড়াই। অ্যামেচার বিভাগ:রাজশাহীর পুজ্জম কুমার ইম্তু তিন রাউন্ডের লড়াই শেষে জয় পান ঢাকার মেহেদী হাসান হিমু-এর বিপক্ষে। প্রফেশনাল বিভাগ:অভিষেক ম্যাচে ঢাকার শাওন এমরোজ চার রাউন্ড শেষে জয় পান রাজশাহীর রাসেল কবির-এর বিপক্ষে। অপরাজিত ঢাকার হোসেন (৪-০-০) ছয় রাউন্ডে পরাজিত করেন রাজশাহীর ফজলে রাব্বী (১-০-০)-কে। রাজশাহীর আবদুল হামিদ নূর কঠিন লড়াইয়ে জয় পান ঢাকার হাসানুর রহমান-এর বিপক্ষে। ম্যাচটি পূর্ণ ছয় রাউন্ড স্থায়ী হয়। ঢাকার রাকিব হোসেন (৩-০-০) হারান রাজশাহীর সিরাজুল রাব্বী (২-০-০)-কে। মূল আকর্ষণ মেইন ইভেন্টে ঢাকার...