যে দল নিয়ে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে উঠেছে, আজও সেই দলের ওপর তারা আস্থা রেখেছে। ভারতের জন্য বড় ধাক্বাই বলা যায়। চোটের কারণে ফাইনালে নেই তারকা অলরাউন্ডারহার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় খেলছেনরিংকু সিং। এ ছাড়া ভারত শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আরও দুটি পরিবর্তন এনেছে। দুই পেসারঅর্শদীপ সিংওহর্ষিত রানাবাদ পড়েছেন। একাদশে ফিরেছেনযশপ্রীত বুমরাওশিবম দুবে। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্ব ও ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচের মতো আজও টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক। সূর্যকুমার যাদব টসের ফিল্ডিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েই পাকিস্তান অধিনায়ক আগা সালমানের পাশ থেকে সরে গেছেন। ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপের৪১ বছরের ইতিহাসেপ্রথম ভারত–পাকিস্তান ফাইনাল আজ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। টি–টোয়েন্টির...