ঢাকার ধামরাইয়ে দীর্ঘদিন আত্মগোপন থেকেও শেষ রক্ষা পেলেন না জুলাই আন্দোলনে নাশকতা মামলার আসামি আইনজীবী আবু তালেব। গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার রাজনগর এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আইনজীবী মো. আবু তালেব সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। রোববার সকালে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ঢাকার ধামরাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই আন্দোলনে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা এবং নাশকতা সৃষ্টি করেন আইনজীবী আবু তালেব ও তার সহযোগীরা। মামলা দায়েরের পর থেকে ওই আইনজীবী আত্মগোপনে চলে যান। বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে আত্মগোপন করেছিলেন। ঢাকার ধামরাইয়ে দীর্ঘদিন আত্মগোপন থেকেও...