নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বরাব এলাকায় প্রতিপক্ষ গ্রুপের লোকজনদের হামলায় মাহমুদা আক্তার নামের এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। এ সময় ওই নারীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। আহত ওই নারীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার সকালে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব এলাকার বিএনপি কর্মী হানিফ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার ছেলে মো. মিলন মিয়ার দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে হানিফ মিয়ার মুদি দোকানে চুরির ঘটনা উল্লেখ করে মিলন মিয়ার ছেলে রিয়াদ ও ভাগিনা রাহাতকে দোষারোপ করা হয়। এ ঘটনায় সিসিটিভি পর্যাবেক্ষণ করে প্রমাণ না পাওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হানিফ মিয়ার নেতৃত্বে ইমরান, সম্রাটসহ...