আগের ম্যাচে ফিফটি তুলে দলকে জিতিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬০ ইনিংস পর টি-টোয়েন্টিতে সেটি ছিল মোসাদ্দেকের প্রথম ফিফটি। এরপর বল হাতেও তুলে নেন এক উইকেট। দ্বিতীয় ম্যাচেও একই পারফরমেন্সের ধারাবাহিকতায় মোসাদ্দেক। ঢাকা বিভাগের এই অলরাউন্ডার রবিবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন। মাত্র ১৯ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের স্কোরবোর্ড লাগাম টেনে ধরেছিলেন মোসাদ্দেক।আরো পড়ুন:অফিস-কমিটি-মাঠ আছে, খেলাধুলা নেইনড়াইলে ষাঁড়ের লড়াই দেখলেন হাজারো দর্শক তার দারুণ বোলিংয়ে সিলেট ১৩৪ রানের বেশি করতে পারেনি। জবাবে ঢাকার ওপেনার আশিকুর রহমান শিবলীর ঝড়ো ব্যাটিংয়ে স্রেফ উড়ে যায় সিলেট। ৩ ওভার হাতে রেখে ৯ উইকেটে জয় পায় ঢাকা বিভাগ। তিন ম্যাচে এটি ঢাকা বিভাগের দ্বিতীয় জয়। একটি ম্যাচে তারা পয়েন্ট ভাগাভাগি করেছে। অন্যদিকে সিলেটের এটি প্রথম হার। সিলেটের দুই ব্যাটসম্যান আসাদুল্লাহ গালিব ও...