১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের ধর্মীয় নেতারা সবচেয়ে ভয়াবহ সংকটের মুখোমুখি হচ্ছেন। দেশে ক্রমবর্ধমান অসন্তোষ এবং স্থগিত পারমাণবিক চুক্তির ফলে দেশটি আরো বিচ্ছিন্ন ও বিভক্ত হয়ে পড়েছে। রবিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দশক ধরে চলমান অচলাবস্থার সমাধানে তেহরান এবং ইউরোপীয় শক্তি ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মধ্যে শেষ আলোচনা সম্প্রতি ব্যর্থ হয়। এরপরে জাতিসংঘ শনিবার ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। পশ্চিমাদের সাথে আলোচনায় অগ্রগতি না হলে ইরানের অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরো তীব্র হবে, যা জনসাধারণের ক্ষোভকে আরো বাড়িয়ে তুলবে বলে পূর্বাভাস দিয়েছেন চারজন ইরানি কর্মকর্তা এবং দুজন দেশীয় ব্যক্তি। পশ্চিমাদের দাবি মেনে নেওয়ার ফলে শাসকগোষ্ঠী ভেঙে পড়ার এবং ‘পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার না করার’ তেহরানের অটল অবস্থান ইসলামী প্রজাতন্ত্রের বিপ্লবী বিশ্বাসকে পাশ...