২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম অভিনব কায়দায় তিলের সাথে রং ও কেমিকেল মিশিয়ে কালো জিরা প্রস্তুত করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিনব কায়দায় সাদা তিলকে রং ও কেমিকেল দিয়ে কালো জিরায় রূপান্তর করে বিক্রির জন্য প্রস্তুত করার অপরাধে ভোক্তা অধিকারের ৪১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযানে দুই হাজার কেজি ভেজাল কালো জিরা জব্দ করে স্থানীয়দের সামনে বিনষ্ট করা হয়। তিনি আরও জানান, আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা ও দক্ষতা উন্নয়নে রোহিঙ্গা...