ঢাকা মহানগরীতে ৮৯টি পূজামণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।ডিএমপি কমিশনার বলেন, আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে। কেউ কোনো দুষ্টুমি করার সুযোগ পাবে না। দুষ্টুমি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবিলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে পূজা উদযাপন কমিটির লোকজনকে সজাগ থাকাতে হবে। আপনারাও সজাগ থাকবেন। যেন কোনো দুষ্ট ব্যক্তি যেন দুষ্টুমি করার সুযোগ না পায়।তিনি আরও বলেন, সবসময় দুষ্কৃতকারী থাকে, সব সমাজে, সব দেশেই থাকে। সেই দুষ্কৃতকারীর হাত থেকে আমাদের উৎসব যাতে সুরক্ষিত হয়, তারা যেন কোনো রকম কুমতলব বাস্তবায়ন করতে না পারে। তারজন্য আমাদের সজাগ থাকতে হবে। আপনারা দেখছেন...