স্থানীয় বাজারে এ বছর ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। দামটা এতই অস্বাভাবিক যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ এ বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে যে দামে ইলিশ রপ্তানি হচ্ছে তার দাম স্থানীয় বাজারের তুলনায় অর্ধেক। এই অবস্থায় প্রশ্ন উঠেছে কম দামে ইলিশ রপ্তানি করলেও স্থানীয় বাজারে এর চড়া দাম নিয়ে। এই রহস্য খুঁজতেই ইলিশ ধরা থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত কিভাবে দাম বাড়ছে তা একটি সমীক্ষার মাধ্যমে তুলে এনেছে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। ইলিশের দামের এই ‘অত্যাচার’ থেকে ভোক্তাকে স্বস্তি দিতে ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। ইলিশের উপর তৈরি করা এই প্রতিবেদনটি বাণিজ্য এবং মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছে কমিশন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত আগস্টে দেড় কেজি বা তারও বেশি ওজনের...