চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) গত অর্থবছরের একই সময়ের তুলনায় বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে। একই সঙ্গে ঋণ ও অনুদানের ছাড়করণ এবং পরিশোধের পরিমাণ গত অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) রবিবার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে। ইআরডি সূত্রে জানা যায়, গত জুলাই ও আগস্ট সময়ে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি এসেছে ২৩ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলারের। এ সময়ে অনুদানের প্রতিশ্রুতি এসেছে ১ কোটি ১২ লাখ ২০ হাজার ডলারের সমান। গত অর্থবছরের একই সময়ে বৈদেশিক ঋণের কোন প্রতিশ্রুতি ছিলো না। তবে ওই সময়ে অনুদানের প্রতিশ্রুতি এসেছিলো ২ কোটি ১ লাখ ৬০ হাজার ডলারের সমান। মূলত গত বছর জুলাই ও আগস্ট সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল ছিলো দেশ। যে কারণে বৈদেশিক ঋণের কোন প্রতিশ্রুতি আসেনি...