দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার আশঙ্কা না থাকলেও ৮৯টি পূজামণ্ডপ অধিকতর ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ রোববার বিকেলে রাজধানীর ঢাকেরশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকায় যেসব পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নত করা হয়েছে সেগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি, গোয়েন্দা পুলিশ, সিটিটিসি, সাইবার ইউনিট, বোম ডিস্পোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা নিরাপত্তা দেবেন। এবার চার স্তরে ২৪ ঘণ্টা নিরাপত্তায় পুলিশ সদস্যদের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা সদস্যসহ বিশেষ ইউনিটগুলো নিয়োজিত থাকবে। এ ছাড়াও প্রতিটি থানার টহল টিমও থাকছে নিরাপত্তায়।’ ডিএমপি কমিশনার আরও বলেন, ‘দুর্গাপূজাকে সবার কাছে একটি উৎসবমুখর পরিবেশে রাখতে প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত রাখা হয়েছে। ভক্তরা...