পাবনার ঈশ্বরদীতে শিক্ষা কার্যক্রম তদারকিতে দায়িত্ব পালনে অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের বিরুদ্ধে। সরকারি নির্দেশনা অনুযায়ী একাডেমিক সুপারভাইজারের দায়িত্ব হলো বিদ্যালয় ও মাদরাসায় পাঠদানের মান যাচাই, শিক্ষকদের পাঠ পরিকল্পনা পর্যালোচনা, সমাবেশ ও ক্লাস কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষকদের ডায়েরি অনুসরণ নিশ্চিতকরণসহ সামগ্রিক শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, তা নজরদারি করা। তবে অভিযোগ রয়েছে, আরিফুল ইসলাম নিয়মিত এসব প্রতিষ্ঠানে যান না; বছরে এক দু’বার গিয়ে শুধু খাতাপত্রে স্বাক্ষর করেই দায়িত্ব এড়িয়ে চলেন। স্থানীয়রা অভিযোগ করেন, ঈশ্বরদী উপজেলায় বর্তমানে ৪৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকির জন্য আরিফুল ইসলামকে সরকারি মোটরসাইকেল ও জ্বালানি ভাতা দেওয়া হলেও তিনি বিদ্যালয়ে খুব কমই উপস্থিত হন। স্থানীয় শিক্ষকরা অভিযোগ করে বলেন, মাসের পর মাস তাকে দেখা যায় না,...