মেট্রো স্টেশন থেকে বের হয়েই দেখি রাস্তার ওপাশে অসামান্য সুন্দর বিশাল একটা গীর্জা! আমি গীর্জার সৌন্দর্য দেখে স্থান, কাল, পাত্র ভুলে গেলাম। কাঁধে ব্যাকপ্যাক নিয়ে রাস্তা পার হয়ে গীর্জার সামনে এলাম। এত চওড়া রাস্তা এ শহরে তা কি আমি জানতাম! আর গীর্জা, সেও তো কম বড় নয়। গীর্জার আকারও প্রথাগত নয়। এমন আকার আমি আগে দেখিনি। অর্ধ বৃত্তাকার গীর্জার সামনের বারান্দায় সারি সারি স্তম্ভ আর ঠিক মাঝখানে সবুজ রঙের একটি ডোম বা গম্বুজ। গীর্জার সামনে সবুজ রঙের বড় একটা বাগান। বাগানের মাঝে জলের ফোয়ারা। আমার মনে পড়ল গতকালই এই গীর্জা সম্পর্কে পড়ছিলাম। নাম ‘কাযান ক্যাথিড্রাল’। কাযান ক্যাথিড্রাল আমার হোটেল থেকে এত কাছে তাহলে! কাযান ক্যাথিড্রালের সামনে এখন দু’জন ছেলে ভায়োলিন বাজিয়ে সামনে মানুষের জটলাকে আমোদ দানের চেষ্টা করছে। আনেক দূর...