লবণাক্ততা বৃদ্ধি, ঘন ঘন ঘূর্ণিঝড় এবং জীবিকা ও জমি হারানোর কারণে উপকূলীয় অঞ্চলের পরিবারগুলো ক্রমশ অভিবাসনে বাধ্য হচ্ছে। ফলে পরিকল্পনা ও সুরক্ষা ছাড়া এই অভিবাসন তরুণ প্রজন্মকে অনিশ্চয়তা, শোষণ ও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। রবিবার খুলনা নগরীর আভা সেন্টারে অনুষ্ঠিত জলবায়ু অভিবাসন বিষয়ক আঞ্চলিক যুব সংলাপে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চল থেকে আসা প্রায় শতাধিক তরুণ অংশগ্রহণকারীরা এ কথা বলেন। তারা জলবায়ুজনিত অভিবাসনের জরুরি বিষয় নিয়ে তাদের উদ্বেগ ও দাবি তুলে ধরেন। এছাড়া যুবরা এই কাজে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে হেলভেটাস সুইচ ইন্টারকো অপারেশন বাংলাদেশের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে যুব প্রতিনিধিরা বলেন, তারা শুধু ভুক্তভোগী নয়; বরং টেকসই সমাধান গড়ে তোলার পরিবর্তনের অংশীদারও। এসময় তারা কয়েকটি দাবি উত্থাপন করেন, যার...