পরিবর্তিত পরিস্থিতিতে দ্বায়িত্ব নেয়ার পর থেকেই খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও মবসহ নানা অপরাধের ঘটনা সামাল দিতে গিয়ে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে অন্তবর্তী সরকারকে। এখনো ঢাকার মোহাম্মদপুরসহ দেশের অনেক এলাকার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গলদঘর্ম হতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এর মধ্যে বেড়েছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি। কিছু সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে অস্ত্র ঢুকছে। এসব অস্ত্র ব্যবহার করে খুনাখুনি, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধ করছে দুর্বৃত্তরা। এমনকি সেই অস্ত্র বিক্রি বা ভাড়াও খাটানো হচ্ছে। এছাড়া গত বছরের ৫ আগস্ট থানা ও স্টেশনগুলোতে হামলা হয়। এসময় আগ্নেয়াস্ত্র লুট হওয়ার ঘটনা ঘটে। লুট হওয়া অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনো প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। অন্তবর্তী সরকার লুট হওয়া অস্ত্রের বিষয়ে তথ্য পেতে পুরষ্কার ঘোষণা করলেও তাতে সাড়া মেলেনি। এমন অবস্থায়...