ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, আমাদের দেশে তুলনামূলকভাবে রাজনৈতিক শিষ্টাচারের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে। যারা নির্বাচনে জয়লাভ করেন তারা অনেক ক্ষেত্রে মেনে নেওয়ার একটা প্রশ্ন ছুড়ে দেয়। সে ক্ষেত্রে সাংবাদিকদের কাছে পরিষ্কার চিত্রটা থাকলে সেটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি শক্ত ফ্রেম। রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত সংলাপ হয়। এসময় শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা অংশ নেন। সংলাপ শেষে এসব কথা বলেন তিনি। ঢাবি ভিসি আরও বলেন, প্রথমত নির্বাচন কমিশন উদ্যোগগুলো নিয়েছে একটা কর্মপরিকল্পনা সুস্পষ্টভাবে জানিয়েছে এবং ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে। কিছু পরীক্ষামূলক পদক্ষেপও তারা নিয়েছে। যেমন আমাদের পোস্টাল ব্যালট।ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের কিছু পরামর্শ ছিল তা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। ইসি সারাদেশ নিয়ে...