সিপিডিএল-এর “হ্যাপি কমিউনিটি” ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন এই কমিউনিটির শতাধিক বাসিন্দা ও অতিথি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান এ অনুষ্ঠানে ছিল বহুমাত্রিক কার্যক্রম। শিশুদের জন্য গেমস ও আকর্ষণীয় এক্টিভিটিস, অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণামূলক ওয়েলনেস টক এবং প্রাণবন্ত ফিটনেস সেশন আয়োজনকে করে তোলে আরও সমৃদ্ধ।শিশুদের উচ্ছ্বাস, প্রাপ্তবয়স্কদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রবীণদের আন্তরিক উপস্থিতি সুলতানা গার্ডেনিয়ার পরিবেশকে রূপ দেয় এক উৎসবমুখর...