সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সম্পত্তির হিসেব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৮ সেপ্টেম্বর) এ আদেশের কপি আনোয়ারুজ্জামানের সিলেট নগরীর পাঠানটুলার বাসার দরজায় সাঁটিয়েছেন দুদকের কর্মকর্তারা। দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এ নোটিশে সম্পত্তির পূর্ণ বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে জমা দেওয়ার কথা বলা হয়েছে। দুদক কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা তিন সদস্যের একটি দল এ নোটিশটি টাঙিয়েছে। দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, আনোয়ারুজ্জামান চৌধুরীর নামে দুদকে একটি অনুসন্ধান চলমান আছে। সেখানে কমিশন কর্তৃক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে প্রাথমিকভাবে সন্তোষজনক তথ্য নিশ্চিত হওয়া গেছে, তখন তাকে সম্পদের বিবরণী দেয়ার জন্য একটি আদেশ জারি করা হয়েছে, সেটা তার বর্তমান ঠিকানায় নোটিশটি সাঁটানো হয়েছে। দরজায় নোটিশ সাঁটানোর বিষয়ে তিনি...