গত জুনে পুরোনো রূপ ফিরে পায় ঢাকা জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশের ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস নতুন করে আবির্ভূত হয়। শুরুতে বাংলাদেশ-ভুটানের প্রীতি ম্যাচ এবং পরে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে মাঠে দর্শক উপস্থিতি ছিল অবিশ্বাস্য। এবার বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে লাল-সবুজের দল। এই ম্যাচটি ঘিরে দর্শকদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে। যার ছিটেফোঁটা দেখা গেল টিকিট বিক্রির মধ্য দিয়েই। বাংলাদেশ ও হংকং ম্যাচ সামনে রেখে আজ (রোববার) বিকেলে অনলাইনে শুরু হয় টিকিট বিক্রি। অনলাইনে টিকিট ছাড়ার পরপরই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। বাফুফের দাবি, মাত্র ৩০ মিনিটেই স্টেডিয়ামের সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজ মিলিয়ে ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। এ বিষয়ে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আমরা সাধারণ গ্যালারি...