দুই বছর পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন লাক্সতারকা মৌসুমী হামিদ। হিমু আকরামের পরিচালনায় ‘ঘুরিতেছে পাংখা’ ধারাবাহিক নাটকে দেখা যাবে এ অভিনেত্রীকে। গাজীপুরের পূবাইলে নাটকটি শুটিং হয়েছে, যেটির সম্প্রচার খুব শিগগিরই শুরু হবে। মৌসুমী হামিদ বলেন, ‘এবার এমন এক চরিত্রে অভিনয় করছি, যা কোমল ও মায়াবতী স্বভাবের। এর আগে বেশির ভাগ সময় কঠিন বা রূঢ় চরিত্রে আমাকে দর্শকরা দেখেছেন। তবে এই চরিত্র আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা।’ মাঝে দীর্ঘদিন ধারাবাহিকে না দেখে অনেকেই ধারণা করেছিল, আর হয়ত ধারাবাহিকে কাজ করবেন না মৌসুমী। কিন্তু সব প্রশ্ন ঝেরে ফেলে আবারও ধারাবাহিকে ফিরছেন এ অভিনেত্রী। বিলম্বের কারণ জানিয়ে মৌসুমী বলেন, ‘‘ধারাবাহিকের প্রস্তাব যে আসেনি তা নয়, এসেছে। তবে অনেক গল্পই...