প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আশা প্রকাশ করেছেন। গত শুক্রবার তিনি বলেন, মনে হচ্ছে, একটি চুক্তির দিকে আমরা এগোচ্ছি। আগের দিন তিনি জানিয়েছিলেন, অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলকে তিনি দখল করতে দেবেন না। প্রশ্ন উঠছে, যে যুদ্ধ দুই বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চালিয়ে যাচ্ছেন, ট্রাম্প কি এর অবসান ঘটাতে পারবেন? নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান না থামানোর কথা স্পষ্টভাবে জানিয়েছেন। কাতারে হামাসের প্রতিনিধিদের ওপর ইসরায়েলের হামলার জেরে যুদ্ধবিরতি আলোচনা মুখ থুবড়ে পড়ার প্রেক্ষাপটে ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে এ আশা প্রকাশ করলেন। বিশ্বব্যাপী ফিলিস্তিনের স্বীকৃতিতে ক্রমেই একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও আলোচনার কেন্দ্রে ছিল ফিলিস্তিন। প্রায় সব বিশ্বনেতাই ইসরায়েলের সমালোচনা করেন। এ অবস্থায় ইসরায়েলের পাশে থাকা যুক্তরাষ্ট্রেরও নিঃসঙ্গতা ক্রমে বাড়ছে। দ্য নিউইয়র্ক টাইমস জানায়, যুদ্ধবিরতি...