নারী বিশ্বকাপ ক্যাপ্টেনস ডে অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগামী মঙ্গলবার থেকে গৌহাটিতে শুরু হতে যাচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। এই আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, প্রথম আসরের অভিজ্ঞতা এবার দলকে এগিয়ে নিতে সাহায্য করবে, সঙ্গে থাকবে ভক্ত-সমর্থকদের ক্রমবর্ধমান প্রত্যাশার বাড়তি প্রেরণা। গত শুক্রবার অনুষ্ঠিত ক্যাপ্টেনস ডে অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘আমরা জানি, আমাদের দায়িত্ব নারী ক্রিকেটকে দেশে এগিয়ে নেয়া, যেখানে নারীদের ক্রিকেটের প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। আমরা বিশ্বাস করি, এখনই সময় আমাদের পারফরমেন্সের মাধ্যমে সমর্থকদের কিছু ফিরিয়ে দেয়ার।’ ‘এটি আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ এবং এর আগে আমরা অভিজ্ঞতাহীন ছিলাম এবং বড় মঞ্চে জেতার ব্যাপারে অপরিচিত ছিলাম। তবে এরপর থেকে আমরা অনেক ক্রিকেট খেলেছি, আর এখন আমরা জানি কীভাবে টুর্নামেন্টে ম্যাচ জেতা যায়’-...