হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছুটি পালিত হবে। এই ছুটি গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্যও কার্যকর করার জন্য তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ। রবিবার (২৪ সেপ্টেম্বর) জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিটি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের দপ্তরে জমা দেওয়া হয়।আরো পড়ুন:জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারতথ্য উপস্থাপনের ক্ষেত্রে সততা ও বস্তুনিষ্ঠতা জরুরি: আসিফ তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সততা ও বস্তুনিষ্ঠতা জরুরি: আসিফ স্মারকলিপিতে বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছূটি পালিত হবে। ছুটির সাথে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ৪দিন ছুটি পালিত হচ্ছে। অথচ গণমাধ্যমের সাংবাদিকরা একদিনও ছুটি পাচ্ছেন না। সাংবাদিকদের...