হজের খরচ কমিয়ে নতুন প্যাকেজসহ এবার সরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গত বছর ছিল দুটি প্যাকেজ। এবার তিনটি সরকারি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। গতবারের চেয়ে এবার বিমান ভাড়া কমানো হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। এবার নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। বিমান ভাড়া কমানোর মাধ্যমে চলতি বছর হজের প্যাকেজের খরচ কমানো হয়েছে।আরো পড়ুন:অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবেশাবিপ্রবিতে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা স্থগিত হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, হজ এজেন্সিসমূহের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।...