কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ ঢাক-ঢোলের হাট। যেখানে বাদ্যযন্ত্র নয়, বিক্রি হয় বাদক দল। শনিবার,(২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল থেকেই জমে উঠেছে হাট। ঢাক, ঢোল, কাঁসর, সানাই, বাঁশি, খঞ্জরি, করতাল সব বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের নৈপুণ্য দেখাচ্ছে দলগুলো। অন্যপাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছেন পূজারি ও আয়োজকরা। বাদ্য দলের দাম উঠছে ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত। স্থানীয়রা বলেন, ষোড়শ শতকে সামন্ত রাজা নবরঙ্গ রায় দুর্গাপূজার জন্য ঢাকিদের খুঁজতে বিক্রমপুরে বার্তা পাঠাতেন। নৌকায় নৌকায় ঢাকি এসে ভিড়তো ব্রহ্মপুত্রের যাত্রাঘাটে। রাজা নিজে দাঁড়িয়ে শুনতেন, সেরা দলকে দিতেন পুরস্কার। সেই আয়োজনই ধীরে ধীরে রূপ নেয় হাটে, যা পরে স্থান বদলে আসে কটিয়াদীর পুরাতন বাজার এলাকায়। কালের বিবর্তনে আজও সেই ঐতিহ্য বেঁচে আছে কটিয়াদীতে। যা এখন শুধু পূজার আয়োজন নয়, এটি হয়ে উঠেছে মিলনমেলার...