ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নদী থেকে জরিনা ওরফে বুকপাগলী (৫৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার পৌরশহরের জয়কালি বাজার সংলগ্ন কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় ঐ মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত জরিনা পার্শ্ববর্তী হরিপুর উপজেলার আটঘরিয়া সরকারটলি গ্রামের বদরুল ইসলামের স্ত্রী। সংশ্লিষ্ট ইউপি সদস্য মঞ্জু এবং ওই এলাকার রাজমিস্ত্রী আব্দুর রশিদ জানায়, জরিনা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীনভাবে ঘোরাফেরা করতো এবং সে প্রায় সময় বাড়িতে থাকতো না। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জেলেরা কুলিক নদীতে মাছ ধরছিল। এসময় নদীতে ভাসমান এক নারীকে নদীর ধারে ঝোপের সাথে লেগে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে...