সিলেটের জাফলং পর্যটনকেন্দ্র প্রায় ধ্বংস হয়েছে। একই পথে রয়েছে টাঙ্গুয়ার হাওর। চোখের সামনে নষ্ট হয়েছে সেন্ট মার্টিন। তাই এখনই সুন্দরবনকে রক্ষায় পর্যটক নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন এই খাতের বিশেষজ্ঞরা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ রোববার ট্যুরিজম অ্যালায়েন্স সোসাইটি আয়োজিত ‘পর্যটন ও টেকসই রূপান্তর: বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা। অনুষ্ঠানটি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা। তাঁরা দুজনেই পর্যটন খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোগের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এইচ এম হাকিম আলী। পর্যটন খাতের উন্নয়নে নতুন এ সংগঠনটির যাত্রা শুরু হয়। সেমিনারে সংগঠনের সহসভাপতি মফিজুর রহমান বলেন, দুই দশক...