দেশের নির্বাচনে রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠার জন্য নির্বাচনি আচরণবিধি প্রণয়নের প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন। রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংলাপে তিনি এ পরামর্শ দেন।সংলাপে এইচডি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আচরণবিধি প্রণয়নের গুরুত্ব আলোচনা করা হয়। গীতি আরা নাসরীন বলেন, রাজনৈতিক শিষ্টাচারের অভাব আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। অনেক সময় এমন বক্তব্য প্রচারিত হয়, যা রাজনৈতিক শিষ্টাচার বহন করে না। আগের সময়ে হয়তো এমন মন্তব্য হতো, কিন্তু তখন মিডিয়ার বিস্তৃতি কম হওয়ায় ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়ত না। এখন সামাজিক মাধ্যমে এই ধরনের বক্তব্য বহুগুণিত হয়ে মানুষের কাছে পৌঁছে যায়। তিনি আরও বলেন, এই পরিস্থিতি পরিবর্তনে আমাদের একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে পারস্পরিক সম্মান বজায় থাকবে...