এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই মহারণ। ভারত নাকি পাকিস্তান – কারা জিতবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট, সেটি দেখার জন্য মুখিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন আলাদা উত্তেজনা। মাঠে কিংবা মাঠের বাইরে চলে তর্ক-বিতর্ক আর কথার লড়াই। এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফলে প্রত্যাশিতভাবেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২৮ হাজার আসনের টিকিট মুহূর্তেই শেষ হয়ে গেছে। আয়োজকরা নিশ্চিত করেছেন, ফাইনালের সকল টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। সাধারণত কোনো টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচ বৃষ্টি বা অন্যকোনো কারণে পরিত্যক্ত ঘোষণা করা হলে দুদলকে দিয়ে দেওয়া হয় ১ পয়েন্ট করে। কিন্তু ফাইনালের ক্ষেত্রে সাধারণত একদিন, আবার কখনো কখনো দুদিন...