খাগড়াছড়ি:পার্বত্য খাগড়াছড়ির চলমান সংঘাত ও সহিংস পরিস্থিতি নিয়ে মারমা সম্প্রদায়ের দুটি সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও মারমা উন্নয়ন সংসদ এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনা গভীরভাবে মর্মাহত করেছে। তবে এ ঘটনার প্রতিবাদে “জুম্ম ছাত্র-জনতা”-এর ব্যানারে ডাকা অবরোধ চলাকালে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সংঘটিত সংঘাত ও সহিংসতায় তারা উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে।দুটি সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়— শান্তিপ্রিয় মারমা জনগোষ্ঠী কিংবা উক্ত দুই সংগঠন কোনোভাবেই এই সহিংস ঘটনার সঙ্গে জড়িত নয়। বরং একটি বিশেষ স্বার্থান্বেষী মহল “জুম্ম ছাত্র-জনতা”-এর ব্যানার ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে পাহাড়ি-বাঙালি সকল নাগরিককে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।যৌথ আহ্বান১. সরকার ও...