রাজধানীর সাতটি সরকারি কলেজের স্বাতন্ত্র্যতা রক্ষা ও শিক্ষার উন্নতিকল্পে অবশ্যই ‘অক্সফোর্ড মডেলে’ বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার,(২৭ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা কলেজ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, আলোচনার টেবিলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দাবি না মানলে সাধারণ শিক্ষার্থীরা চূড়ান্ত আন্দোলনে যাবে। যদি রাজপথ সমাধান দেয়, তবে তারা রাজপথেই নামবেন। লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন- দেশের উচ্চ শিক্ষাকে যুগোপযোগী ও বিকেন্দ্রীভূত করার লক্ষ্যে, ঢাকার সরকারি সাতটি কলেজকে একত্রিত করে কলেজগুলোর স্বাতন্ত্র্যতা বজায় রেখে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি অভিন্ন কাঠামোর অধীনে পরিচালনার জন্য দীর্ঘ এক বছর আন্দোলন করে আসছিল। এরই ফলস্বরূপ শিক্ষা মন্ত্রণালয় গত ২৩ সেপ্টেম্বর প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া প্রকাশ করেছে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষা মন্ত্রণালয়...