তেহরানের ২৫০ কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র -এএফপি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আজ রোববার থেকে পুনর্বহাল হচ্ছে। নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে তোলা রাশিয়া ও চীনের প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পথ খুলে গেছে। দেশ দুটি তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পেছাতে প্রস্তাব তুললেও তা গৃহীত হয়নি। জাতিসংঘে যুক্তরাজ্যের প্রতিনিধি বারবারা উড শুক্রবার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘোষণার পরপরই তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে যে কোনো পরিণতির দায় পশ্চিমাদের নিতে হবে। ইরান আগেই জানিয়েছিল, এমন যে কোনো পদক্ষেপ কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্তে তেহরানের সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর উত্তেজনা আরও বাড়বে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মাত্র...