ইরানের ওপর অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। তেহরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে ইউরোপের শক্তিশালী দেশগুলোর প্রভাবে এই পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির অভিযোগ, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে গেছে। তবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ অস্বীকার করে ইরান বরাবরই দাবি করে এসেছে, তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পরমাণু প্রকল্পের উন্নয়ন ঘটাচ্ছে। পরমাণু অস্ত্র নির্মাণের কোনও আগ্রহ তাদের নেই। নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে ইরানের অস্ত্র ক্রয়-বিক্রয়ে বিধিনিষেধ কার্যকর হবে। পাশাপাশি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র নির্মাণ বা এ সংক্রান্ত সকল উদ্যোগেও নেমে এসেছে নিষেধাজ্ঞা। এছাড়া, পুনর্বহালের কারণে ইরানের অনেক মানুষ ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়বেন। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি,...