‘একটি পরিবারের স্বপ্নের মৃত্যু যেন আমাদের কাছে শুধুই আরেকটি খবর নয়- এই বাস্তবতাই বলে দেয়, জীবনের মূল্য কতটা অসীম, আর প্রবাসের জীবন কতটা অনিশ্চিত।’ একটি পরিবার, একটি স্বপ্ন আর সেই স্বপ্নের পেছনে ছুটে জীবন দিলো এক তরুণ হাফিজুর রহমান। যে গিয়েছিল হাজার মাইল দূরে, পরিবারের মুখে হাসি ফোটাতে। সাইপ্রাসে নির্মাণ কাজের সময় ছাদ থেকে পড়ে হাফিজুর রহমান (৪৫) নামে যশোরের বেনাপোলের এক প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে। তিনি বেনাপোল সীমান্তের পুটখালী (হাজিপাড়া) গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। এ বছরের ৯ সেপ্টেম্বর ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে সংসার-পরিজন ছেড়ে ইউরোপের এই দেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নের পরিসমাপ্তি ঘটলো এক নির্মম মৃত্যুর মধ্য দিয়ে। হাসপাতালের বিছানায় ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ২২ সেপ্টেম্বর রাতেই মারা যান হাফিজুর। একদিকে স্বজন হারানোর...