২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে কমিশন গঠনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন। তথ্য কমিশন এই আলোচনা সভার আয়োজন করে। তথ্য অধিকার আইন সংশোধনে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আইনের কতিপয় ধারা সংশোধনের প্রক্রিয়া চলছে। তথ্য অধিকার আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনের মতামতও নেওয়া হচ্ছে। মাহফুজ আলম বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাসমূহ কাজ করছে। তিনি তথ্যের...