ইসমাইল হোসেন ফকিরা, যাকে ঢাকাই চলচ্চিত্রে একসময় নিয়োমিত দেখা যেতো খল চরিত্রে। কাজ করেছেন প্রায় ৭০০ চলচ্চিত্রে, অভিনয় করেছেন কলকাতার ছবিতেও কিন্তু এখন শয্যাশয়ী। তিনবার স্ট্রোক করে অনেকটা বাকরুদ্ধ তিনি। ফকিরার দিন কাটছে জেনেভা ক্যাম্পের ছোট্ট কামরায়। প্রায় একবছর ধরে এমন অবস্থা ৬৫ বছর বয়সী এই অভিনেতার। আশির দশকে ফকিরার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। অভিনয়ের পাশাপাশি ফাইটার হিসেবেও চলচ্চিত্রে তার সুনাম রয়েছে। রাজ্জাক, আলমগীর, সালমান শাহ, রিয়াজ, মান্না থেকে শাকিব খানদের সঙ্গে তিনি বহু সিনেমা করেছেন। যারা নিয়মিত বাংলা ছবি দেখেন, তাদের কাছে ফকিরা পরিচিত মুখ! কয়েক বছর আগেও এফডিসিতে যাওয়া আসার সময় দেখা যেত, সাদা মোটরসাইকেল নিয়ে ফকিরা ঘুরে বেড়াতেন। ফকিরাকে দেখতে সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসায় গিয়েছিলেন চলচ্চিত্রে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সনি রহমান। তিনি বলেন, ফকিরা...