হজের জন্য রাজশাহীতে পাসপোর্ট করতে এসে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম সাদেক আলী শেখ (৭০)। তিনি পাবনার সদর থানার আব্দুর রহমান শেখের ছেলে। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।রাজশাহী রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সাদেক আলী হজে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট করার জন্য রাজশাহী এসেছিলেন। আজ রবিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে নগরীর ভদ্রা মোড়ে রেললাইন পার হওয়ার সময় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেখেন তিনি মারা গেছেন। এ সময় তার সঙ্গে তার একজন নাতি ছিলেন।রাজশাহী রেলওয়ে থানার ওসি বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। পারিবারিক আবেদনের কারণে এবং অভিযোগ না থাকায় কোনো ময়নাতদন্ত করা হবে না। আইনগত ব্যবস্থা...