সাঈদ ইবনু মুসাইয়াব (রহ.) থেকে বর্ণিত একদিন তিনি মহানবীর সম্মানিত সাহাবি আবু হোরায়রার (রা.) সঙ্গে সাক্ষাৎ করলেন। কথাবার্তার এক পর্যায়ে আবু হোরায়রা (রা.) বললেন, আল্লাহর কাছে দোয়া করি আমাকে ও তোমাকে তিনি যেন জান্নাতের বাজারে একত্রিত করেন। আবু হোরায়রা (রা.) উত্তরে বললেন, হ্যাঁ, আমাকে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জান্নাতবাসী যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তারা নিজ নিজ আমালের মান অনুযায়ী বাসস্থান লাভ করবে। তারপর দুনিয়ার দিনগুলোর হিসাব ও পরিমাণ অনুযায়ী সপ্তাহের জুমার দিন জান্নাতবাসী তাদের রবের সাক্ষাৎ লাভ করবে। সেদিন আল্লাহ তাআলা তার আরশকে মানুষের সামনে আনবেন। জান্নাতবাসীর সামনে জান্নাতের বৃহৎ একটি বাগানে তিনি আত্মপ্রকাশ করবেন। জান্নাতবাসীর জন্য তাদের মর্যাদা অনুযায়ী নুরের, মণি-মুক্তার, মতি ও সোনা-রুপার আসন স্থাপন করা হবে। তাদের মধ্যে সাধারণ মর্যাদার ব্যক্তিরা কস্তুরীর টিলায় বসবে। এই টিলায় বসা...