পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল বলেছেন, ‘‘যে সরকারের আমলেই হোক না কেন, পদোন্নতিতে বৈষম্যের অবসান হওয়া উচিত।” রবিবার সকালে পিবিআই হেডকোয়ার্টার্সে পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত চার কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।পদোন্নতি প্রাপ্ত চার কর্মকর্তাগণ হলেন-সহকারী পুলিশ সুপার মীর রেজাউল হোসেন, সহকারী পুলিশ সুপার একেএম নাসির উল্যাহ, সহকারী পুলিশ সুপার জনাব সত্যজিৎ বড়ুয়া এবং সহকারী পুলিশ সুপার এম এম মিজানুর রহমান। অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পড়ান পিবিআই প্রধান মোস্তফা কামাল। র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানের শেষে পিবিআই প্রধান মোস্তফা কামাল পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, পদোন্নতিতে বৈষম্যের অবসান হওয়া উচিত; সেটা যে আমলেই হোক। বহু চড়াই-উতরাই পেরিয়ে আপনারা পদোন্নতি পেয়েছেন। আপনাদের অভিনন্দন। আপনাদের অবদানে...