সাভারের শিমুলিয়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ও চিহ্নিত কর্মী আসাদুজ্জামানকে বিএনপি কর্মী হিসেবে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। অভিযোগ সূত্রে জানা যায়, কবিরপুরের বাইদগাঁও এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। এলাকায় ক্ষমতার দাপটে চাঁদাবাজি, জমি দখল ও জুট ব্যবসার নামে নানা অপকর্মের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবুও তাকে বিএনপি কর্মী হিসেবে প্রত্যয়নপত্র প্রদান করায় প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, ৫ আগস্টের পর অনেক আওয়ামী লীগ নেতা পালিয়ে গেলেও আসাদুজ্জামানের মতো অধিকাংশরাই এলাকায় সক্রিয় রয়েছেন। দেশের পরিস্থিতির পরিবর্তন হলে সাধারণ বিএনপি সমর্থকরাও দেশে টিকে থাকতে পারবেন কিনা সন্দেহ।...