২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়া খেলার অপরাধে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১ ঘটিকার সময় মোঃ জাকিরুল ইসলাম, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) কোয়াটার মাষ্টার কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ রোলগেটস্থ শাহিনের মুদি দেকানের এর পাশের একটি ঘরে ১৮ জন টাকা দিয়ে জুয়া খেলছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইনকে বিজিবি বিষয়টি অবহিত করলে সত্যতা যাচাইয়ের জন্য বিজিবি ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে সত্যতা পান। ঘটনস্থালেই ১৮ জনকে হাতেনাতে আটক করেন। কার্যত নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত ১৮ জনের উপস্থিত বক্তব্য শোনেন এবং অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করেন। দন্ডপ্রাপ্তরা হলেন— ১. মোঃ মিজানুর রহমান শাহিন (৫২),পিতা-মোঃ মিরাজুল...