রাজধানীতে ৮৯টি ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এবারের দুর্গাপূজায় বড় ধরনের কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর মোট ২৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক বিচারে এবার বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা না থাকলেও কিছু মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। কমিশনার জানান, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে সাধারণ পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সিটিটিভি, সাইবার ইউনিট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও সোয়াট টিম মোতায়েন থাকবে। রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে চব্বিশ ঘন্টার নিরাপত্তা নিশ্চিতে চারস্তরবিশিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এতে পুলিশ সদস্য, ডিএমপির গোয়েন্দা সদস্য ও বিশেষ ইউনিটগুলো নিয়োজিত...