চট্টগ্রাম কাস্টমসে নিলামে বিক্রির আদেশ দেওয়া দেড় কোটি টাকার ফেব্রিক্সসহ দুই কনটেইনার উধাও হওয়ার ঘটনায় বন্দরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তথ্য সংগ্রহে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদক। অভিযানে নেতৃত্ব দেন, দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন। এনফোর্সমেন্টের বিষয়টি সহকারী কমিশনার সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন নিশ্চিত করেন। সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসের নিলাম থেকে গত ফেব্রুয়ারিতে ৮৪ লাখ ৯৮ হাজার টাকায় ২৭ টন ফেব্রিক্স কিনেন নগরীর আলকরণের শাহ আমানত ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সেলিম রেজা। নিলামের আগে নির্ধারিত দিনে ইয়ার্ডে কন্টেনার পণ্যও পরিদর্শন করেন। নিলামে কাস্টমস থেকে পণ্যের বিক্রয়াদেশ পাওয়ার পর পণ্য ডেলিভারি নিতে মূল্য, শুল্ককর ও বন্দরের চার্জসহ ১ কোটি ৭ লাখ টাকা পরিশোধ করেন।...