কোনো মুক্ত জলাশয় যাকে-তাকে ইজারা দেওয়া যাবে না। যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত তাদেরকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, একসময় মুক্ত জলাশয়ের মাছ ছিল মোট উৎপাদনের ৬০ শতাংশ, কিন্তু এখন সেই চিত্র উল্টো। বাংলাদেশের মাছ বৈচিত্র্যপূর্ণ এবং প্রতিটি এলাকার মাছের আলাদা স্বাদ ও পরিবেশগত বৈশিষ্ট্য রয়েছে। এসব মাছ নিয়ে বিজ্ঞানীদের আরও বেশি গবেষণা করার আহ্বান জানান তিনি। কর্মশালায় ফরিদা আখতার বলেন, মেঘনা ও পদ্মা নদীর পানি দূষণ এবং ডুবোচরের কারণে ইলিশ মাছের উৎপাদন কমেছে। জিআই তালিকায় হালদার রুই, কাতলা যাতে অন্তর্ভুক্ত হয়, সেজন্য আরও গবেষণা...