প্রফেসর মোঃ আহসানুল হক (রোকন) ||রাইজিংবিডি.কম একটি ক্ষুদ্র কামড়, একটি আঁচড় কিংবা আক্রান্ত প্রাণীর লালার সামান্য সংস্পর্শ- এতটুকুই যথেষ্ট এক অনিবার্য মৃত্যুর জন্য। জলাতঙ্ক হলো পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী ভাইরাসজনিত রোগগুলোর একটি। উপসর্গ প্রকাশ পাওয়ার পর এই রোগ থেকে বাঁচার ইতিহাস কার্যত নেই। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই রোগটি শতভাগ প্রতিরোধযোগ্য। প্রতিরোধের চাবিকাঠি হলো সচেতনতা, সময়মতো টিকা এবং মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য ও পরিবেশকে একই সঙ্গে বিবেচনায় নেওয়া। অর্থাৎ ওয়ান হেলথ (এক স্বাস্থ্য) দৃষ্টিভঙ্গি। এ কারণেই বিশ্ব জলাতঙ্ক দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Act Now: You, Me, Community”। এর আহ্বান স্পষ্ট: এখনই পদক্ষেপ নিন, আমি, আপনি, আমাদের সমাজ, সবাই মিলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান উদ্বেগজনক। প্রতিবছর প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়। অর্থাৎ প্রতি ১০ মিনিটে একজন মানুষ এই...